এশিয়া কাপের ফাইনালে উঠলো পাকিস্তান
- আপডেট সময় : ০৩:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠলো পাকিস্তান। এই জয়ে আফগানিস্তানের সঙ্গে ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে গেলো ভারতের।
শারজায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে আফগানিস্তান। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করে আফগানরা। সর্বোচ্চ ৩৫ রান করেন ইব্রাহিম জাদরান। হজরাতুল্লাহ জাজাইয়ের ব্যাট থেকে আসে ২১ রান। রশিদ খান করেন ১৮। পাকিস্তানের হয়ে হারিস রউফ নেন দুইটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। শুন্য রানে ফারুকীর বলে সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম। এরপর ৫ রান করে আউট হন ফখর জামান। আরেক উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও ২০ রান করে আউট হন রশিদ খানের বলে। এরপর ৪২ রানের জুটি গড়েন ইফতেখার আহমেদ ও শাদাব খান। ৩০ রান করে ইফতেখার ও ৩৬ রান করে আউট হন শাদাব। শেষ ওভারে ফারুকীর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে চার বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করেন ১০ নাম্বর ব্যাটার নাসিম শাহ।