এশিয়ান গেমসের বাছাইপর্বে জয় পেয়েছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
এশিয়ান গেমসের বাছাইপর্বে জয় পেয়েছে বাংলাদেশ। জিমি-সারওয়ারদের দাপটে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লাল সবুজরা।
ম্যাচের প্রথম কোয়ার্টারেই লিড পেয়ে যায় বাংলাদেশ। দশম মিনিটে সারওয়ার হোসেন পেনাল্টি কর্নার থেকে এই টুর্নামেন্টে বাংলাদেশের গোলযাত্রা শুরু করেন। দ্বিতীয় কোয়ার্টারের ৮ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মিমো। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের ৯ মিনিটে সান্দেরার গোলে ২-১ ব্যবধান কমায় ইন্দোনেশিয়া। তবে, এর পরের মিনিটেই ফজলে রাব্বির গোলে ব্যবধান ৩-১ করে বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে দুই দলের কেউ গোল করতে পারেনি। ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক রেজাউল করিম বাবু। ১০ মে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।