এসএ পরিবহনের প্রতিনিধি সম্মেলনে সেবার মান বৃদ্ধি করে সুনাম অক্ষুন্ন রাখার প্রতিশ্রুতি
- আপডেট সময় : ০৩:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সেবার মান আরও বৃদ্ধি করে এসএ পরিবহনের সুনাম অক্ষুন্ন রাখার পাশাপাশি গ্রাহকরা যাতে সঠিক সময়ে পণ্যটি পায় তা নিশ্চিত করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। ঢাকায় এসএ পরিবহনের প্রতিনিধি সম্মেলনে করোনাকালীন নিরবচ্ছিন্ন সেবা প্রদান করায়, ম্যানেজারসহ সবাইকে অভিনন্দন জানান তিনি।
রাজধানীর কাকরাইলের এসএ পয়েন্ট মিলনায়তানে ‘করোনা পরর্তী করণীয় নির্ধারণ এবং সেবার মান উন্নত করার লক্ষ্যে’ এসএ পরিবহনের বিভাগীয় জেলা ও শাখা ম্যানেজারদের নিয়ে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
এসএ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুরের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত ও বিষয়বস্তুর আলোকে বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান আসাদ ও এস এম মোর্শেদ আলম চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, পরিচালক সায়মা আহমেদ শান্তা, নূরে আলম রুবেল ও উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার শেলী।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায়, এসএ পরিবহনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ।
দেশে প্রথম ও সেরা কুরিয়ার অ্যান্ড পার্শ্বেল সর্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান এসএ পরিবহনের সেবার মান আরও উন্নত করা এবং গ্রাহকদের সন্তুষ্টির জন্য দ্রুত সেবা প্রদানের তাগিদ দেন তিনি।
এসএ পরিবহনের সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার অযাচিত হস্তক্ষেপ বন্ধের আহ্বানও জানান সালাহউদ্দিন আহমেদ।অনুষ্ঠানের শেষে, এসএ পরিবহনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূরুন নাহার বেগমসহ প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।