এসএ পরিবহনের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি
- আপডেট সময় : ০৮:৫৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এসএ পরিবহনের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। দেশের প্রথম ও শীর্ষস্থানীয় কুরিয়ার অ্যাণ্ড পার্সেল সার্ভিস হিসেবে এসএ পরিবহন এবং এসএ গ্রুপ অব কোম্পানিজের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত। এসময় উপস্থিত ছিলেন, এসএ পরিবহনের পরিচালক নূর এ আলম রুবেল এবং শামসুল আলম পান্থসহ এসএ পরিবহন ও এসএ গ্রুপ অব কোম্পানিজের শীর্ষ কর্মকর্তারা।
প্রায় ৪ দশকের বেশী সময় ধরে গণমানুষের সেবায় সুনামের সঙ্গে কাজ করছে দেশের প্রথম ও শীর্ষস্থানীয় পার্সেল অ্যাণ্ড কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহন।
এমন বাস্তবতায় শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের প্রধান কার্যালয় পরিদর্শনে আসেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। এসময় তাকে স্বাগত জানান এসএ পরিবহনের পরিচালক নূর এ আলম রুবেল এবং শামসুল আলম পান্থসহ এসএ গ্রুপ অব কোম্পানিজের শীর্ষ কর্মকর্তারা।
আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় শেষে এসএ পরিবহনের পোর্টফলিও জাপানি রাষ্ট্রদূতের হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির দুই পরিচালক। এসময় এসএ পরিবহন এবং এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন জাপানি রাষ্ট্রদূত।এসএ পরিবহনের পরিদর্শনের কারণ তুলে ধরেন তিনি।
সিঙ্গাপুর মালয়শিয়ার মতো এসএ পরিবহন চাইলে জাপানেও তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে পারে বলেও মন্তব্য করেন ইতো নাওকি।
পরে এসএ পরিবহনের দুই পরিচালকের হাতে বাংলাদেশ জাপান বন্ধুত্বের ৫০ বছরপূর্তি উপলক্ষে একটি শুভেচ্ছা স্মারক হস্তান্তর করেন জাপানি রাষ্ট্রদূত। এসময় মো আসাদুজ্জামান আসাদ, সৈয়দ আব্দুল মান্নানসহ এসএ গ্রুপ অব কোম্পানিজের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।