এসএটিভিতে সংবাদ প্রচারের পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পন্যবাহী যানবাহন পারাপার শুরু

- আপডেট সময় : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
এসএটিভিতে সংবাদ প্রচারের পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পন্যবাহী জরুরী সার্ভিস ও যানবাহন পারাপার শুরু হয়েছে।
লক ডাউন শুরু হওয়ার দুদিনেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরী পারাপার সীমিত থাকায় পাড় হতে পারেনি যানবাহনসহ পন্যবাহী জরুরী সার্ভিস। ফলে প্রায় ৬কিলোমিটার সড়কে যানজটের সৃস্টি হয়। ঘাট এলাকাসহ মহাসড়কের বিভিন্ন জায়গায় নানা দূর্ভোগ ও ভোগান্তিতে পড়েন এসব যানবাহন চালকেরা। এসব বিষয় নিয়ে এসএটিভিতে গতকাল একটি প্রতিবেদন প্রচার হওয়ায় টনক নড়ে বিআইডব্লিউটিসির। লক ডাউনের ৩দিন পর আটকে দেয়া যানবাহন পারাপার শুরু করে কর্তৃপক্ষ। দুপুরে সরেজমিনে দেখা যায় এই নৌরুটের ১৬ টি ফেরীর মধ্যে ১২ টি ফেরী চলাচল করছে। আর এসব ফেরীতেই জরুরী পরিসেবার কাভার্ডভ্যানসহ পন্যবাহী ট্রাক পারাপারে অগ্রধিকার দেয়া হচ্ছে। তবে এ ব্যাপারে টিসি ও ট্রাফিক পুলিশের কেউ কথা বলতে রাজি হননি। বর্তমানে এ নৌরুটে পারাপারের অপেক্ষায় রয়েছে আরও প্রায় ছয়শতাধিক যানবাহন।