এসএটিভির সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড ও ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নতুন বছরে দর্শক নন্দিত ও তৃতীয় প্রজন্মের এইচ ডি চ্যানেল এসএটিভির সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড ও ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
দুপুরে রাজধানীর গুলশানে এসএটিভির প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে, প্রতিষ্ঠান দু’টির কর্মকর্তারা এই শুভ কামনা জানান। অগ্রণী ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল হুদা ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার রিপন দে সরকার আর ডেল্টা লাইফের পক্ষে চিফ মার্কেটিং অফিসার ভিনীত আগরওয়াল আলাদাভাবে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক শুভেচ্ছা গ্রহণ করে প্রতিষ্ঠান দু’টির উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন। এসময় এসএটিভি ও এসএ গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।