বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের শততম জন্মদিন আজ
- আপডেট সময় : ০৩:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ১৮৭১ বার পড়া হয়েছে
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০০তম জন্মদিন আজ। ১৯৯৪ সালের ১০ অক্টোবর শিল্পীর মৃত্যুর পর স্মৃতিসংগ্রহশালা, শিশুস্বর্গ, আর্ট কলেজসহ বেশ উন্নয়ন হয়েছে। সম্প্রতি সংস্কার হয়েছে-‘সুলতান ঘাট’। এছাড়া সুলতান সংগ্রহশালা আরো পর্যটনবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
বরেণ্য এই শিল্পীর মৃত্যুর পর তার বাসভবন চত্বরে চির নিদ্রায়িত শায়িত করা হয়। শিল্পীর বাসভবনকে ঘিরে গড়ে উঠেছে সুলতান স্মৃতিসংগ্রহশালা, শিশুস্বর্গ, সুলতান স্মৃতি সংগ্রহশালায় সংরক্ষিত বিভিন্ন ধরণের ছবি মুগ্ধ করে দর্শনার্থীদের। দুর-দুরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এখানে।
পদ্মা সেতু ও নড়াইলের মধুমতি সেতু চালুর পর এসএম সুলতান সংগ্রহশালায় দর্শনার্থীরা বেড়েছে। তাই আগের তুলনায় দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে সুলতান সংগ্রহশালা।
এদিকে এস এম সুলতানের ১০০তম জন্মদিন এ বছর বড় পরিসরে পালিত হচ্ছে। জেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয়ভাবে পালিত হবে দিনটি।
সুলতান সংগ্রহশালার উন্নয়নসহ এলাকাটি পর্যটনবান্ধব করতে বিভিন্ন কাজের প্রস্তাবনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
বরেণ্য এই শিল্পী অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন এসএম সুলতান।