এসএসসি-এইচএসসি ও ৫ম শ্রেণির ক্লাস প্রতিদিন
- আপডেট সময় : ০৭:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
১২ সেপ্টেম্বর থেকে সারাদেশের সব স্কুল-কলেজের শ্রেণীকক্ষে আবার পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসএসসি, এইচএসসি ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাসে আসতে হলেও অন্যদের আপাতত সপ্তাহে একদিন আসতে হবে বলেও জানান তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।
করোনা মহামারিতে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। তবে আঠারো মাস পরে এবার ১২ সেপ্টেম্বর থেকে খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
অতিমারীর এই কালে শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবারকে সুরক্ষিত রেখে কিভাবে পাঠাদান করা যায় সে বিষয়ে পরিকল্পনা চুড়ান্ত করতে রোববার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বসে আন্তঃমন্ত্রণালয় বৈঠক।
সভাশেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরেই যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবেন তাদেরকে এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে আসতে হবে।
শুরুর দিকে ক্লাসের সময় কম থাকলেও পর্যায়ক্রমে বাড়বে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেয়া হবে।
করোনা সংক্রমণের ঝুঁকি থাকলে আবারো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।