এসএসসি পরীক্ষা শুরুর আগেই মোবাইলে ছড়িয়ে পড়ছে উত্তরপত্র
- আপডেট সময় : ১০:৩৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩১৩৯ বার পড়া হয়েছে
এসএসসি পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রের বাইরে মোবাইলে ছড়িয়ে পড়ছে উত্তর পত্র। এ ঘটনা কুড়িগ্রামের নাগেম্বরী উপজেলার। এমন তথ্যে পেয়ে নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে তল্লাশি চালায় স্থানীয় প্রশাসন। এসময় পরীক্ষা চলাকালীন দায়িত্বরত এক শিক্ষকের নিকট স্মার্ট ফোন পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়। এদিকে পরীক্ষা শুরুর আগেই বাইরে প্রশ্নপত্রের উত্তর পাওয়ার বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস উপজেলা প্রশাসনের।
এসএসসিতে ইসলাম শিক্ষা পরীক্ষার শুরু ১০ মিনিট আগে কেন্দ্রের বাইরে মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে উত্তর পত্র। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তল্লাসী চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত খেলারভিটা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক আব্দুস সাফি মন্ডলের নিকট স্মার্ট ফোন পেয়ে তাকে বহিষ্কার করা হয়। তবে তার ফোনে কোন উত্তরপত্র পাওয়া যায়নি বলে জানায় কেন্দ্র সচিবসহ দায়িত্বরত কর্মকর্তা। অন্যদিকে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগ তুলে সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তিত অভিভাবকরা। আর অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।
এদিকে, প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার বিষয়টি তদন্ত করে দেখার কথা জানান তিনি।উত্তরপত্রে সংশ্লিষ্টতা থাকার সন্দেহে মঞ্জুর ও শহিদুল ইসলাম নামের দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে গণিতের উত্তরপত্র পরীক্ষার আগেই ভাইরাল হয়।