এসপিকে আসামী করতে সিনহার বোনের আবেদন নামঞ্জুর
- আপডেট সময় : ০৭:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামী হিসেবে অন্তর্ভুক্ত করতে সিনহার বোনের করা আবেদন নামঞ্জুর করেছে আদালত। তবে বিচারক তার পর্যবেক্ষণে বলেছেন, তদন্তকারী কর্মকর্তা প্রমাণ সাপেক্ষে ইচ্ছে করলে ঘটনার সাথে সংশ্লিষ্ট যে কাউকেই জিজ্ঞাসাবাদ করতে পারেন।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে আসেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস এরপর আবেদন করেন টেকনাফ থানায় রুজু হওয়া সিনহা হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপারকে অন্তর্ভুক্ত করার। কিন্তু শুনানি শেষে আবেদনটি আদেশের অপেক্ষায় রেখে দেয়ার দীর্ঘ ৫ ঘন্টা পর সেটি নামঞ্জুর করে আদালত।
এর আগে বাদী পক্ষের আইনজীবী জানান, সিনহা হত্যা মামলার তদন্ত কাজে ব্যাঘাত সৃষ্টি এবং বরখাস্ত ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতকে কারাগারে ডিভিশন দেয়ার চিঠি পাঠানোসহ আসামীদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন পুলিশ সুপার।মামলার বাদী ও মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস জানান, এসপি মাসুদ হোসেন ঘটনার পর থেকে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। সেজন্য তাকে মামলায় অন্তর্ভুক্তির আবেদন করা হয়।
৩১ জুলাই টেকনাফের বাহারছড়া শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।