এহসান গ্রুপের চেয়ারম্যানসহ তার ভাইদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর
- আপডেট সময় : ০৭:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
প্রতারণার মাধ্যমে গ্রাহকদের ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব ও তার তিন ভাইয়ের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
পিরোজপুরের অতিরিক্ত জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। গত ৯ সেপ্টেম্বর রাগীব এবং তার তিন ভাইয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সদর থানায় একটি মামলা হয়। এমএলএম ব্যবসার নামে পিরোজপুর, বাগেরহাট এবং ঝালকাঠির বিভিন্ন এলাকা থেকে ৩ লাখ গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। গ্রামে-গঞ্জে ওয়াজ মাহফিল আর ধর্মীয় আলোচনা করে কৌশলে এহসান গ্রুপে অর্থলগ্নী করতে উদ্বুব্ধ করতো তারা। বিশ্বাসযোগ্যতা বাড়াতে সেসব মাহফিলে আনা হতো বিদেশি ইসলামি বক্তা। টাকা সংগ্রহের জন্য মাঠ পর্যায়ে ছিল প্রায় ৩শ’ কর্মী। লগ্নি করা টাকা ফেরত চাইতে গেলে পাওনাদাররা শিকার হতেন মামলা-হামলার। সদর থানায় রাগীবের বিরুদ্ধে এখন পর্যন্ত চারটি মামলা রয়েছে।