ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ
- আপডেট সময় : ১২:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ। ঊনসত্তরের এই দিনে মুক্তিকামী জনগণের পক্ষে ৬ দফা এবং পরবর্তী সময়ে ছাত্রসমাজের দেয়া ১১ দফা কর্মসূচিতে সংঘটিত হয় এই গণঅভ্যুত্থান। দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দল ও সংগঠন।
২০ জানুয়ারি ৬৯’র গণঅভ্যুত্থানে শহীদ আসাদের আত্মদানের পর ২৪ জানুয়ারি গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। ঊনসত্তরের এ দিনে ঢাকায় সচিবালয়ের সামনের রাজপথে নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী কিশোর মতিউর ও রুস্তমসহ আরও কয়েকজন শহীদ হন। প্রতিবাদে সংগ্রামী জনতা সেদিন সচিবালয়ের দেয়াল ভেঙে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ জনগণ আইয়ুব-মোনায়েম চক্রের দালাল, মন্ত্রী, এমপিদের বাড়িতে এবং তাদের মুখপাত্র হিসাবে পরিচিত তৎকালীন দৈনিক পাকিস্তান ও পাকিস্তান অবজারভারে আগুন দেয়। আইয়ুব গেটের নাম পরিবর্তন করে আসাদ গেইট করা হয়। এ গণঅভ্যুত্থানের পথ বেয়ে রক্তাক্ত সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি মহান স্বাধীনতা অর্জন করে।