ঐতিহাসিক ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আপডেট সময় : ০২:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ঐতিহাসিক ছয় দফা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ছয় দফা ছিলো স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না, তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না।
ঐতিহাসিক ছয় দফা দিবসে রাজধানীর ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মহান স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুকন্যা।
পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, ছয় দফার ভিত্তিতেই সুত্রপাত হয় ১১ দফা আন্দোলনের, আর দেশের ইতিহাসের বাঁকবদলের মাহেন্দ্রক্ষণও এই ঐতিহাসিক ৭ জুন। ওবায়দুল কাদের অভিযোগ করেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরাই ৭৫’ পরবর্তী ৭ জুন, ৭ মার্চ পালন করতে দেয়নি। দিবসটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে– যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।।