ঐতিহ্য হারাচ্ছে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক
- আপডেট সময় : ১১:৩৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ১৭৩২ বার পড়া হয়েছে
দিন দিন ঐতিহ্য হারাচ্ছে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। এ অঞ্চলের বিনোদনের একমাত্র এই জায়গাটি এখন চটপটি, ফুচকা, ফাস্ট-ফুড দোকানগুলোর চেয়ারের দখলে। এতে প্রকৃতি দেখতে আসা দর্শনার্থীদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। পার্ক কর্তৃপক্ষ বলছেন, ভ্রাম্যমাণ দোকানপাট কমিয়ে ব্যবস্থা করা হবে স্থায়ী দোকানের।
পার্কে সাজানো সারি সারি প্লাস্টিকের চেয়ার। দেখে মনে হবে ক্লান্ত দর্শনার্থীদের বিশ্রামের জন্য রাখা হয়েছে এগুলো। কিন্তু এসব চেয়ারে বসলেই খেতে হবে চটপটি, ফুচকা বা ফাস্ট ফুড।ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ ঘেঁষে গড়ে উঠা জয়নুল আবেদিন পার্ক এখন কয়েকশ’ দোকানের কয়েকহাজার প্লাস্টিকের চেয়ারের দখলে। এসব চেয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দর্শনার্থীদের চলাফেরায়। বখাটেদের আড্ডায় ইভটিজিংয়ের শিকার হচ্ছেন নারীরা । ঝুঁকিপূর্ণ এসব দোকানের খাবারের ঝাঁঝালো গন্ধ ও ধোঁয়ায় নষ্ট হচ্ছে পার্কের পরিবেশ।কোনো কারণে ও অজুহাতে পার্কের জায়গাগুলো বন্ধ না করার দাবি জানিয়েছেন নাগরিক নেতারা ।এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, দোকান গুলো উচ্ছেদ করার পরও আবার বসছে। স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।পার্কের সৌন্দর্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের বাস্তবায়ন দেখতে চায় ময়মনসিংহবাসী।