ওএমএসের চাল-আটা বিক্রিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০৫:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় খোলা বাজারে ওএমএসের চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। টিসিবি ভোক্তারা কার্ড দেখিয়ে চাল-আটা কিনতে পারবেন। চাল বিতরণে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী।
চাল বিতরণে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নারায়ণগঞ্জের চাষাড়ায় দেশব্যাপী খাদ্যবান্ধব ও ওএমএসের উদ্বোধন শেষে এ কথা বলেন মন্ত্রী।
রংপুরে ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু হয়েছে। নগরীর রবার্টসনগঞ্জ মাঠে কার্যক্রমের উদ্বোধন করেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। জেলায় ১৭ ডিলার ও ৮টি ট্রাকের মাধ্যমে প্রতিদিন ৮৮ মেট্রিক টন চাল ও সাড়ে ৮ মেট্রিক টন আটা বিক্রি করা হবে।
ময়মনসিংহে এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়, জেলায় ২ লাখ ৯৮ হাজার ৪৮ জন উপকারভোগী ১৫ টাকা কেজিতে প্রতি মাসে ৩০ কেজি চাল পাবেন।
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগান নিয়ে গাইবান্ধায় চাল বিক্রি শুরু হয়েছে। শহরের পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান।
চাঁদপুরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। ডাটাবেজের আওতায় ৫৩ হাজার ২৭৭ তালিকাভুক্ত পরিবার এই সুবিধা পাবে।
কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘরিয়ায় চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম। জেলায় ২৫ ডিলারের মাধ্যমে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে। আর ইউনিয়ন পর্যায়ে মাসে একবার ১৫ টাকা দরে ৩০ কেজি চাল দেয়া হচ্ছে। জেলার ২ লাখ ২৭ হাজার মানুষ তিন মাস এই সুযোগ পাবেন।
ফেনীর ৬ উপজেলায় ৬০ হাজার ৯৫৪ জন টিসিবি’র কার্ডধারীরা ৩০ টাকা দরে ৫ কেজি করে মাসে ২ বার ১০ কেজি চাল কিনতে পারবেন।
সকালে নওগাঁয় শহরের মুক্তির মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। জেলার ৯৯টি ইউনিয়নে ২০৩ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ১৯ হাজার ৩৮জন দরিদ্র পরিবারের মাঝে ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল দেয়া হবে।
কুড়িগ্রামে কর্মসূচীর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। জেলায় টিসিবির পৌনে তিন লাখ সুবিধাভোগীসহ সাধারণ মানুষ নির্ধারিত ডিলারের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে দৈনিক ৫ কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে ৫ কেজি আটা কিনতে পারবেন।
সারাদেশের মত কুমিল্লাতেও চাল বিক্রি শুরু করেছে টিসিবি। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান।
ঝিনাইদহে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। আগামী ৩ মাস জেলার ৬ পৌরসভায় ২৪ জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি করা হবে।
এছাড়াও বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও বাগেরহাটে ওএমএস কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।