নভেম্বরে নির্বাচনের ট্রেন মিস করলে বিএনপি পিছিয়ে পড়বে : কাদের
- আপডেট সময় : ০৭:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ১৬০৭ বার পড়া হয়েছে
নভেম্বরে নির্বাচনের ট্রেন মিস করলে বিএনপি পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কারও জন্য অপেক্ষা নয়, যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সড়ক দিবসের আলোচনা সভায় একথা বলেন ওবায়দুল কাদের। ঢাকা দখলের নামে বিএনপি আগুন সন্ত্রাসের হুমকি দিলেও তাদের খায়েশ পূরণ হবে না বলে জানান ওবায়দুল কাদের।
আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যে নিরাপদ সড়ক দিবসে দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে একটি শোভাযাত্রা বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে।
পরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে সড়কের আরও উন্নয়ন হবে।
আলোচনায় সব কিছু ছাপিয়ে বিএনপি’র আন্দোলন কর্মসূচি নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকা অবরোধ আর দখলের হুমকি দিয়ে বিএনপির খায়েশ পূরণ হবে না।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের সিডিউল নভেম্বরের মধ্যভাগে হবে। মিস করলে পিছিয়ে পড়বে বিএনপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।