ওবায়দুল কাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেনঃ আবদুল কাদের মির্জা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ওবায়দুল কাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন তার ভাই আবদুল কাদের মির্জা। ভোট প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছেও বলে অভিযোগ করেন তিনি। সকালে তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকবাংলায় মিলনায়তনে এক নির্বাচনী কর্মী সভায় তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা বিঘ্নিত হলে সব দায়ভার প্রশাসনকেই নিতে হবে। এসময় নিজেকে মোবাইলে হুমকিদাতা মহিলার বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা না নেয়ায় কথা জানান তিনি।