ওমিক্রণ ঠেকাতে কাল বুস্টার ডোজ শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
রাজধানীর মহাখালীর বিসিপিএসএ কাল সকালে শুরু হচ্ছে বুস্টার ডোজ টিকাদান কার্যক্রম। জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শুরুর দিকে বয়স্ক এবং ফ্রন্টলাইনার ব্যক্তিরা বুস্টার ডোজ অগ্রাধিকার ভিত্তিতে পাবেন বলে জানান তিনি।
এক বছর আগে করোনার দুই ডোজ সম্পন্নকারী ব্যক্তিরা এই টিকা পাবেন। শনিবার দুপুরে মানিকগঞ্জে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে দুই কোটি ফাইজারের টিকা মজুদ রয়েছে। বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা ব্যবহার করা হবে। নতুন ভেরিয়েন্ট ওমিক্রণ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাস্ক পড়ে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।