ওমিক্রন ছড়িয়ে পড়ার আশংকায় বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বিভিন্ন দেশে
- আপডেট সময় : ০৮:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ইউরোপের দেশগুলোয় বড়দিনের মৌসুম উপলক্ষে চলছে নানা উৎসব ও আয়োজন। এর মাঝেই করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে শুরু করেছে। উৎসবের মাঝে আতঙ্ক ছড়ানোয় ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে মরিয়া হয়ে চেষ্টা করছে দেশগুলো।
সংক্রমণ ও মৃত্যু এড়াতে নেদারল্যান্ডসে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সরকার লকডাউনের ঘোষণা না দিলেও কিছু কিছু বিধিনিষেধ আরোপ করেছে। স্থানীয়রা সতর্কতামূলক কার্যক্রম হাতে নিয়েছেন। দেশটিতে নিত্যপ্রয়োজনীয় ছাড়া অন্যান্য পণ্যের দোকান, পানশালা, ব্যায়ামাগার, সেলুন এবং অন্যান্য জনসমাগমের জায়গাগুলো আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে। বাড়িতে দুজনের বেশি অতিথিকে নিমন্ত্রণ জানানো যাবে না। তবে বড়দিন উপলক্ষে ২৪ থেকে ২৬ ডিসেম্বর এবং নতুন বছরের আয়োজনে একসঙ্গে সর্বোচ্চ চারজন অতিথি ডাকা যাবে। দেশটিতে ৯ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে অন্যান্য বিধিনিষেধ কার্যকর থাকবে ১৪ জানুয়ারি পর্যন্ত।