ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে প্রস্তুত থাকার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে এর বিস্তার রোধে বিশ্বের সব দেশকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে দক্ষিণ আফ্রিকায় ১ দিনেই ওমিক্রনে আক্রান্ত হয়েছে ১৬ হাজার।
ফিলিপাইনের ম্যানিলা থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ সতর্ক বার্তা দেন পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক ড. তাকেশি কাসাই। তিনি বলেন, ‘সীমান্ত বন্ধ করে ভাইরাসটির বিস্তার সাময়িকভাবে আটকানো যাবে। সবকিছুর মধ্যে ইতিবাচক খবর হলো- ওমিক্রন সম্পর্কে এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে, তাতে এই নতুন ধরণ মোকাবিলায় নতুন কিছু ভাবতে হচ্ছে না। ডেল্টা ঠেকাতে যেসব শিক্ষা মানুষ পেয়েছে, নতুন এই ধরণ মোকাবিলায় তা কাজে লাগাতে হবে। দক্ষিণ আফ্রিকায় শনাক্তের পর থেকে বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন।