ওমিক্রন বিস্তার রোধে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : ০১:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ওমিক্রন বিস্তার রোধে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরিস্থিতিতে ভীত না হয়ে টিকা নেয়ার আহ্বানও জানান তিনি। জানান, ওমিক্রন বিস্তার ঠেকাতে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি নানা উদ্যোগ নেয়া হয়েছে।
সকালে দেশের ৮টি বিভাগে মেডিকেল কলেজ হাসপাতালে ১ শ শয্যার ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, চিকিৎসা সেবা জনগণের দৌড়গড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। শিশু ও বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার পরিকল্পনা রয়েছে। সেই সাথে ৮ বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে বলেও জানান সরকার প্রধান। এছাড়া, ক্যান্সার রোগী কেনো বাড়ছে, তা গবেষণার জন্য চিকিৎসদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।