ওমিক্রনের প্রভাবে ইউরোপে বাড়ছে করোনার প্রকোপ
- আপডেট সময় : ০৯:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ওমিক্রনের প্রভাবে ইউরোপে বাড়ছে করোনার প্রকোপ। দৈনিক সংক্রমণের রেকর্ড ভেঙেছে ইতালি, গ্রিস, পর্তুগাল ও ইংল্যান্ডেও। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে ইউরোপ। উদ্বেগ বাড়ছে ভারতেও।
দুবছর ধরে করোনাভাইরাসের বহু ধরণে নাকাল পুরো বিশ্ব । ডেলটার ধরন সামলে উঠতে না উঠতেই নতুন ধরণ অমিক্রনে আক্রান্ত বিশ্বের বহু দেশ। প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে দেশে দেশে। সংক্রমণ বাড়ছে দ্বিগুণের বেশি হারে। ইউরোপের দেশ ফ্রান্স, ইতালি, পর্তুগাল, গ্রিস ও ইংল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ সব থেকে বেশি । মঙ্গলবার ইউরোপের দেশগুলোয় এক দিনে আক্রান্ত ৬ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। মারা গেছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ।
দরজায় কড়া নাড়ছে করোনার আরেকটি ঢেউ। নতুন বছরের উদযাপনে বাড়তে পারে সংক্রমণ, এ অবস্থায় বিশ্ববাসীকে সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধিতে স্বাস্থ্য ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবাগুলো হুমকির সম্মুখীন হতে পারে বলেও দেশগুলোকে হুশিয়ার করেন ডব্লিউএইচও ।
সংক্রমণ বাড়তে থাকলেও আশার বাণী শুনিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। জানিয়েছেন অমিক্রনে আক্রান্ত হলেও ঝুঁকি কম। টিকার বিকল্প আপাতত কিছু ভাবছেন না তারা। সঙ্গে মাস্ক অপরিহার্য বলেও মত তাদের।
এরই ধারাবাহিকতায় নতুন বিধিনিষেধ জারি করছে ইউরোপের দেশগুলো। পর্তুগাল নাইটক্লাবগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং হোম অফিস বাধ্যতামূলক করেছে। একই সঙ্গে ১০ জনের বেশি জনসমাগম নিষিদ্ধ করেছে দেশটি। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, থার্টিফার্স্ট নাইটে সেখানে নৈশ ক্লাবগুলো খোলা থাকবে ।
ভারতে কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ, পরিস্থিতি সামাল দিতে নেই পর্যাপ্ত চিকিৎসক।
দিল্লীতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। প্রকোপে দিন দিন উদ্বেগ বাড়ছে ভারতে। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের নতুন বছরে টিকাদানের সিদ্বান্ত নিয়েছে দেশটির সরকার।
এদিকে, বাংলাদেশে এ পর্যন্ত মোট ৭ জনের দেহে শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে ছড়ানো করোনার নতুন ধরণ ওমিক্রন। এছাড়াও বাংলাদেশী নারী ক্রিকেটার ২ জন প্রথম অমিক্রণে আক্রান্ত হন।