ওয়েব ফিল্ম ও নাটক নিয়ে ব্যস্ত চিত্রনায়িকা শাহনূর
- আপডেট সময় : ০৩:২২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ১৮৪৮ বার পড়া হয়েছে
নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘হাজার বছর ধরে’ এ অভিনয় করে প্রশংসিত হন চিত্রনায়িকা শাহনূর। অভিনয়ের পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতিতেও। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন খবর হচ্ছে, সম্প্রতি নতুন একটি ওয়েব ফিল্ম ও একটি নাটকের কাজ শেষ করেছেন। তিনি মাওয়ায় নাসিম সাহনিকের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘ব্যাচেলর ইন ট্রিপ’-এ কাজ করেছেন। এছাড়াও পূবাইলে তাজু কামরুলের পরিচালনায় ‘প্রবাসী বড় বোন’ নাটকের কাজও শেষ করেছেন।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা শাহনূর বলেন, ‘ধন্যবাদ জানাই দুজন পরিচালককে আমাকে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে সুযোগ করে দেওয়ার জন্য। ব্যাচেলর ইন ট্রিপ এবং প্রবাসী বড় বোন দুটিরই গল্প এক কথায় চমৎকার। প্রচণ্ড গরমের মধ্যে শুটিং করেছি। সবারই অনেক কষ্ট হয়েছে। তবে কাজের প্রতি যে সবার একাগ্রতা, যে ভালোবাসা লক্ষ করেছি তা সত্যিই আমাকে মুগ্ধ করেছে।’
তিনি আরও বলেন, ‘আমিও আমার চরিত্র যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমি মনেপ্রাণে একজন শিল্পী। ক্যামেরার সামনে থাকতেই আমি স্বচ্ছন্দ বোধ করি। একজন শিল্পী আমৃত্যু অভিনয় করে যেতে চান। আমিও ঠিক তাই চাই। যতদিন বাঁচব, অভিনয় করে যাব। হোক তা চলচ্চিত্র কিংবা নাটক।’