ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ
- আপডেট সময় : ০৩:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
জীবন রক্ষাকারি ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ায় বেশির ভাগ মানুষই প্রয়োজনের তুলনায় কম ওষুধ কিনছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে রোগ যেমন সারছে না, তেমনি বাড়ছে ভোগান্তি।
ওষুধের বাজারের এই নৈরাজ্যের জন্য ওষুধ প্রশাসনকে দূষছে ক্যাব। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে ওষুধ কোম্পানির পক্ষে সাফাই গাইলেন অধিদপ্তরের পরিচালক ও মুখপাত্র আইয়ুব হোসেন।
দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে জনজীবনে যখন নাভিশ্বাস, তখন জীবন রক্ষকারি ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
দিশেহারা মানুষদের একজন সাতক্ষীরার আব্দুল মজিদ। অর্থের অভাবে চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন উচ্চ রক্তচাপ ও বাতজ্বরে আক্রান্ত দৃষ্টি প্রতিবন্ধী এই যুবক।
মজিদের মত অসংখ্য মানুষ শুধু কিছু টাকা বাঁচাবার জন্য প্রয়োজনের তুলনায় অর্ধেক ওষুধ কিনছেন ।
উচ্চ রক্তচাপ, আয়রন, ভিটামিন, প্যারাসিটামলসহ নিত্য ব্যবহার্য ওষুধের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ৪০ শতাংশ। হঠাৎ এই মূল্য বৃদ্ধির কারণে ক্রেতাদের অসন্তোষের শিকার বিক্রেতারা।
জনজীবনে যখন নাভিশ্বাস তখন কর্তৃপক্ষের চোখ বন্ধ বলে অভিযোগ ক্যাবের।
অভিযোগের জবাব দেয়ার পরিবর্তে ওষুধ কোম্পানিগুলোর পক্ষে সাফাই গাইলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক।
আর বিশেষজ্ঞরা মনে করেন, জীবন রক্ষাকারি ওষুধের দাম নাগালের বাইরে গেলে, ভোগান্তি বাড়ে রোগীর, চাপ বাড়ে সরকারি হাসপাতালে।
ওষুধের ব্যবসায় মুনাফা কতোটুকু হওয়া উচিত সেই বিবেচনা থাকা প্রয়োজন বলেও মত দেন, ডা. মো : খলিলুর রহমান