ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে দায়ের করা দুদকের মামলার শুনানি আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
মেজর (অব.) সিনহা হত্যা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার বিরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে দায়ের করা দুদকের মামলার শুনানি আজ। শুনানি চট্টগ্রামের আদালতে হওয়ার কথা রয়েছে।
এছাড়াও এপিবিএনের চার সদস্য এ.এস.আই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন ও কনস্টেবল আবদুল্লাহ আল মামুনকে আদালতে আনা হতে পারে। দিনের যে কোন সময় তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাছে নিয়ে আসা হবে। তবে মামলার প্রধান আসামী ইন্সপেক্টর লিয়াকত আর ৩ নাম্বার আসামী এস.আই নন্দদুলালের মতো তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিবেন নাকি আবারও নতুনভাবে রিমান্ড চাওয়া হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানায়নি রেব। এর আগে একই মামলার অন্যতম অভিযুক্ত ২ নম্বর আসামী টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে ১৫ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে পাঠায় আদালত।