ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্সের কো-চেয়ার হয়েছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক পর্যায়ের ৩টি বিশেষায়িত সংস্থার যৌথ উদ্যোগে তৈরী ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্সের কো-চেয়ার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন এই সংগঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার এ দায়িত্ব পান। রোগ সৃষ্টিকারী জীবাণুদের ওষুধ প্রতিরোধী হয়ে ওঠা ঠেকাতে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সব কার্যকর ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে বিশ্বজুড়ে যাত্রা শুরু করেছে নতুন এই প্ল্যাটফর্মটি। আন্তর্জাতিক পর্যায়ের তিনটি বিশেষায়িত সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার প্লাটফর্মটির সূচনা হয়। বিশ্বের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত হয়েছে ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স’ নামের এই প্ল্যাটফর্মটি।