ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দুই সিরিজের জন্য ভারতের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে মাত্র দু’টি।
সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে দলের নিয়মিত ওপেনার রোহিত শর্মা ও পেসার মোহাম্মদ শামীকে। অন্যদিকে, টি-টুয়েন্টি স্কোয়াডে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও পেসার জাসপ্রিত বুমরাহ। ২০২০ সালের ৫ জানুয়ারি আসামের গৌহাটিতে শুরু হবে শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। বাকি ২ ম্যাচ– ৭ ও ১০ জানুয়ারী যথাক্রমে ইন্দোর ও পুনেতে অনুষ্ঠিত হবে। এরপর ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নামবে ভারত।