ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো পাকিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
লাহোর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো পাকিস্তান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে হোঁচট খায় অস্ট্রেলিয়া। ৬ রানে হারায় ৩ উইকেট। এরপর প্রতিরোধ গড়েন অ্যালেক্স ক্যারি। ৬১ বলে করেন ৫৬ রান। অ্যালেক্স ফিরে গেলে বিপর্যয়ে পড়ে অজিরা। তবে শেষ উইকেটে শন অ্যাবট ও অ্যাডাম জাম্পার ৪৪ রানের জুটিতে ২১০ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২৪ রানে হারায় ১ উইকেট। । এরপর অজি বোলারদের আর কোনো সুযোগ দেননি আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান ইমাম-উল-হক ও বাবর আজম। তাদের অপরাজিত ১৯০ রানের জুটিতে ৯ উইকেটের বিশাল জয় পায় পাকিস্তান। অপরাজিত অধিনায়াক বাবর আজম করেন ১০৫ রান। আর অপরাজিত ইমাম ও করেন ৮৯ রান। ২৭৬ রানে সিরিজ সেরা হন বাবর।