কংক্রিটের নীচে চাপা পড়ে নিহত ৪ আহত ৭ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশের গুলটায় কলেজের নির্মাণাধীন গেট ভেঙে কংক্রিটের নীচে চাপা পড়ে ৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৭ জন।
বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গুল্টা এলাকায় শহীদ এম মনসুর আলী কলেজের সদ্য নির্মিত গেট ভেঙে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয়দের দাবি কলেজ গেট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।