কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে উত্তর প্রদেশের পুলিশ

- আপডেট সময় : ০৩:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে উত্তর প্রদেশের পুলিশ। মুক্তির পর তাদের আবার পুলিশী নিরাপত্তায় দিল্লি পৌঁছে দেয়া হয়। ১৪৪ ধারা ভাঙ্গার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় রাজ্যের হাথ্রাসে যাওয়ার পথে গ্রেফতার হন তারা। তাদের সফরের ঘোষণায় আগের দিন ওই অঞ্চলে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। কংগ্রেস নেতাদের রোড মার্চের খবরে করোনাকে ইস্যুতে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে উত্তর প্রদেশে পুলিশ। হাথ্রাসে গণধর্ষণের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দলিত নারীর পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে যাওয়ার কথা ছিলো রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর।ধর্ষণের অভিযোগে উচ্চবর্ণের চার হিন্দুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তদন্তের জন্য ভুক্তভোগীর বাড়িতে যাওয়ার কথা বিশেষ তদন্তকারী দলের। তবে সেখানে গণমাধ্যমের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। গণধর্ষণের শিকার হয়ে মারাত্মভাবে আহত হন দলিত সম্প্রদায়ের ওই নারী। দিল্লির একটি হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তিনি মারা যান। ওইদিন রাতেই তড়িঘড়ি করে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করে পুলিশ। তার মৃত্যুর পরই ভারতজুড়ে ক্ষোভ ছড়িয়ে পরে। যা ধীরে ধীরে বিক্ষোভে রূপ নেয়।