কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আবার জেরা করবে ভারতের দুর্নীতি তদন্তকারী সংস্থা
- আপডেট সময় : ০৫:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কাল শুক্রবার আবার জেরা করবে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি। গতকাল রাহুলকে টানা তৃতীয় দিনের মতো জেরা করা হয়। এদিন ৯ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি।
ভারতীয় গণমাধ্যম জানায়, রাহুলকে জেরা শেষ না হওয়ায় তিনি সংস্থাটির কাছে এক দিনের বিরতি চান। ইডি তা মঞ্জুর করে। ফলে, আজ রাহুলকে ইডি কার্যালয়ে যেতে হচ্ছে না। একদিন বিরতির পর কাল তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। একই মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও জেরা করবে ইডি। এ জন্য তাঁকে সমন দেয়া হয়েছে। ২৩ জুন ইডি সদর দপ্তরে হাজির হওয়ার কথা সোনিয়া গান্ধির। ৭৫ বছর বয়সী সোনিয়া করোনা আক্রান্ত হয়ে বর্তমানে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি আছেন। এদিকে পুরোনো এ মামলায় রাহুলকে জেরার নামে রাজনৈতিক হেনস্তার অভিযোগে গতকাল উত্তাল হয়ে ওঠে ভারতের রাজধানী নয়াদিল্লি। ইডি কার্যালয়ের সামনে গাড়ির টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান কংগ্রেসের নেতা-কর্মীরা।
এ নিয়ে গত তিন দিনে রাহুলকে ৩০ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হলো।