কক্সবাজারে উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:০০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কক্সবাজার পৌর এলাকায় ১৪০ কোটি টাকার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
সকালে বিশ্ব ব্যাংকের অর্থায়ন এবং মিউনিসিপ্যাল গভর্নেস সার্ভিসেস প্রজেক্ট বাস্তবায়নাধীন সমুদ্র সৈকত সংলগ্ন ডায়াবেটিক পয়েন্ট থেকে নাজিরারটেক শুটকী মহাল পর্যন্ত, বিমানবন্দর গেইট থেকে উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকা পর্যন্ত, শহীদ সরণী এবং জেলা পরিষদ গেইট হয়ে গোলদিঘীর পাড়-টেকপাড়া পর্যন্ত ২৩ কিলোমিটার টেকসই আরসিসি করণ সড়কের পাশাপাশি ড্রেন, ফুটপাত এবং দৃষ্টিনন্দন লাইটিংসহ সড়কের চলমান উন্নয়ন কাজগুলো পরিদর্শন করেন তিনি। এসময় কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পৌরসভার মেয়র মুজিবুর রহমান, এমজিএসপি’র প্রকল্প পরিচালক শেখ মুজাক্কা জাহের উপস্থিত ছিলেন।