কক্সবাজারে করোনা চিকিৎসায় ভ্রাম্যমান হাসপাতালের ব্যতিক্রমী উদ্যোগ
- আপডেট সময় : ০৩:১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনা সংকটে যেখানে চিকিৎসা পাওয়া কঠিন, সেখানে রোগীর কাছেই ছুটে যাচ্ছেন চিকিৎসকরা। পর্যটন নগরী কক্সবাজারে, বিশেষজ্ঞ চিকিৎসকসহ ভ্রাম্যমান হাসপাতালের এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শুধু চিকিৎসা নয়, ব্যবস্থা পত্রের সাথে বিনামূল্যে দেয়া হচ্ছে ঔষুধও।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সারাদেশ যখন লকডাউন, তখন ঝুঁকি সত্ত্বেও মানবিক সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। কক্সবাজার শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে জেলা প্রশাসনের ভ্রাম্যমান হাসপাতালসহ রোগিদের দ্বারে দ্বারে ছুটছেন একঝাঁক মানবতার সেবক।
ব্যতিক্রমী এই ভ্রাম্যমান হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এমন মহতি উদ্যোগের বেশ প্রশংসাও করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। আর ঘরে বসে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি অসহায় সাধারণ মানুষ।
ভ্রাম্যমান চিকিৎসা সেবায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে ছাত্রলীগ।আর কক্সবাজারের জেলা প্রশাসক বললেন, লকডাউনের কারণে যারা নিয়মিত চিকিৎসা পাচ্ছেন না মূলত: তাদের জন্যেই এই ব্যবস্থা ।
প্রথমবারের মতো তৈরী এই ভ্রাম্যমান হাসপাতালে ৪ জন ডাক্তার ছাড়াও রয়েছে অক্সিজেন এবং ঔষুধ সরবরাহের বিশেষ ব্যবস্থা।