কক্সবাজারে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি আশিক মাদারীপুর থেকে গ্রেফতার
- আপডেট সময় : ১০:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
গ্রেফতার এড়াতে ভ্রু-দাঁড়ি-গোঁফ কেটে ফেলেছে, কক্সবাজারে গৃহবধু ধর্ষণের প্রধান আসামী আশিকুল ইসলাম আশিক। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে আগের ছবি প্রকাশিত হওয়ায় এই রূপ বদলায় সে। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেব মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।
গেল ২২ ডিসেম্বর রাতে কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। ওই ঘটনায় চারজনে নাম উল্লেখ করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী। রোববার রাতে মাদারীপুর থেকে প্রধান আসামী আশিকুল ইসলাম আশিককে গ্রেফতার করে রেব।
সোমবার সকালে রেব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেফতারের আগে কক্সবাজার থেকে বাসে করে ঢাকায় আসে আশিক।
সিংক: খন্দকার আল মঈন, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক, রেব।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির কথা স্বীকার করেছে আশিকুল ইসলাম।
এদিকে, ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, দেশের বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকাণ্ডের নেটওয়ার্ক গড়ে তুলেছে দুবাইয়ে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী জিসান।
এর আগে রাজধানীর বাড্ডার এক ব্যবসায়ীকে গুলি করার মামলায় ৮ জনকে একাধিক আগ্নেয়াস্ত্র, মাদকসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুবাই প্রবাসী সন্ত্রাসী জিসানের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।