কক্সবাজারে ফয়সাল হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড : দু’জনকে যাবজ্জীবন

- আপডেট সময় : ০৬:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
কক্সবাজারে ছাত্র জিয়া উদ্দিন ফয়সাল হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, গেলো ২০১৬ সালের ১৬ এপ্রিল রাতে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় জিয়া উদ্দিন ফয়সাল নিহত হয়। ঘটনার পর ফয়সালের বাবা নুরুল আনোয়ার বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
শেরপুরে ২ শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় শামীম মিয়া নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থীকে প্রতিবেশি শামীম মিয়া বিস্কুট ও নানা খাবারের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এঘটনায়, পরদিন নকলা থানায় শামীম মিয়াকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের হয়।