কক্সবাজারে ফিশিং ট্রলারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডে ১২ জেলে দগ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কক্সবাজারে ফিশিং ট্রলারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডে ১২ জেলে দগ্ধ হয়েছে।
পুলিশ জানায়, সাগরে মাছ ধরা শেষে উপকুলে ফিরছিল ট্রলারটি। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ট্রলারটিতে আগুন ধরে যায়। ট্রলারে জ্বালানি তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় দগ্ধ জেলেরা পানিতে ঝাঁপিয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। আহত ১২ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।