কক্সবাজারে বৃষ্টি, ট্রলার ডুবি, পাহাড়ধস ও পানিতে ডুবে শিশুসহ ১০ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে টানা বৃষ্টি, ট্রলার ডুবি, পাহাড়ধস ও পানিতে ডুবে দু’দিনে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে, বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১৯ মাঝিমাল্লা উদ্ধার হলেও এখনো নিখোঁজ শতাধিক জেলে। জেলায় গত ২৪ ঘন্টায় ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর আগে ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। যা এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি বলে জানায় আবহাওয়া বিভাগ। কক্সবাজার সমুদ্র বন্দরে এখনো তিন নম্বর সতর্কতা সংকেত বলবৎ রাখা হয়েছে। মোবাইল নেটওয়ার্কে আওতায় পাওয়া যাচ্ছেনা বেশ কয়েকটি ফিশিং ট্রলার। কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত তিনজন মাঝিমাল্লার মরদেহ উদ্ধার হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। তবে বেশিরভাগ ট্রলার নিরাপদে উপকূলে ফিরেছে বলে দাবি করেন তিনি। এদিকে রেকর্ড বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। দুর্ভোগে পড়েছেন হাজারো পর্যটক।