কক্সবাজারে শুরু হলো বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার অংশগ্রহণে কক্সবাজারে শুরু হলো বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।
বিকেলে ন্যাশনাল প্যারা-অলিম্পিক কমিটির আয়োজনে পাঁচদিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ভার্চুয়াল উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পরে, কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন। জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, প্যারাঅলিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড, শেখ আবদুস সালাম,সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দীন উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও নেপালের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। ৩১ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা।