কক্সবাজারের চাঞ্চল্যকর মোর্শেদ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ৫ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
বাজারে ইফতার কিনতে এসে প্রতিপক্ষের মুখোমুখি হন কক্সবাজারের মোর্শেদ। অন্তত ইফতার পর্যন্ত বাঁচিয়ে রাখার আকুতি জানান তাদের। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। প্রকাশে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় তাকে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একই পরিবারের ৫ জনকে গ্রেফতার করেছে রেব।
সকালে চট্টগ্রামের চাঁন্দগাও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রেব জানায়, কক্সবাজারের পিএম খালী ইউনিয়নের ১০ নম্বর সেচ স্কিম দখলে নিয়ে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করে আসছিল এলাকার চিহ্নিত সন্ত্রাসী মহমুদুল হক ও তার পরিবারের সদস্যরা। কয়েক মাস ধরে তাদের এই একচেটিয়া ব্যবসার প্রতিবাদ করছিলেন মোর্শেদ। এতেই মাহমুদুলের রোষে পড়েন তিনি। গত ৭ এপ্রিল বিকেলে বাড়ির পাশের বাজারেই মাহমুদুলের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী মোর্শেদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হত্যার পর সংশ্লিষ্টরা টেকনাফের দুর্গম এলাকায় পালিয়ে যায়। সেখান থেকে উচ্চ আদালত থেকে জামিন নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার আগে গতকাল তাদেরকে গ্রেফতার করে রেব।