কক্সবাজারের সেন্টমার্টিন সমুদ্র সৈকত থেকে আরো এক যুবকের গলিত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:৩৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের সেন্টমার্টিন সমুদ্র সৈকত থেকে আরো এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।
গেল রাতে সেন্টমার্টিনের কুনার পাড়া সমুদ্র সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, সৈকত থেকে উদ্ধার হওয়া যুবকের মরদেহটি পচে গলে যাওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে ট্রলার ডুবির ঘটনাতেই তার মৃত্যু হয়েছে বলে ধারনা করেছে উদ্ধাকারীরা। এর আগে মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ পর্যন্ত ৬ দিনে ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এতে ১৫ রোহিঙ্গার মরদেহ ও ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। ওই ঘটনায় ১৯ দালালকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করে কোস্টগার্ড। এখন পর্যন্ত ১০ জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।