কক্সবাজারের সড়ক দুর্ঘটনা পাঁচ ভাইয়ের মৃত্যুর ঘটনায় পিকআপ চালক গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
কক্সবাজারের সড়ক দুর্ঘটনা পাঁচ ভাইয়ের মৃত্যুর ঘটনায় পিকআপ চালক সহিদুল ইসলাম ওরফে সাইফুলকে গ্রেফতার করেছে রেব। জিজ্ঞাসাবাদে গাড়ি চাপা দেয়ার বিষয়টি স্বীকার করেছে সে।
গতকাল রাতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে পিকআপ চালক সাইফুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়ি চাপা দেওয়ার বিষয়টি স্বীকার করেছে সে। রেব জানায়, সবজি ডেলিভারি দিতে সাইফুল বেপরোয়া গতিতে পিকআপ চালাচ্ছিল। দূর থেকে রাস্তায় অপেক্ষারতদের দেখতে পায়নি সাইফুল। গতি বেশি থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার সময় চালকের সাথে পিকআপ মালিকের ছেলে তারেক ও ভাগনে রবিউল ছিল বলেও জানান সাইফুল। গাড়ির মালিক মাহমুদুল ও তার ছেলে তারেক পলাতক রয়েছেন।