কঠোর আগ্নেয়াস্ত্র আইনের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বড় ধরনের দুটি বন্দুক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর আগ্নেয়াস্ত্র আইনের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে মিছিল-সমাবেশ করেছেন হাজার হাজার বিক্ষোভকারী।
এদিকে, বিক্ষোভকারীদের সমর্থন করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেসকে বন্দুক সুরক্ষা আইন পাস করার আহ্বানও জানিয়েছেন তিনি। তবে হাজারো মানুষের বিক্ষোভ ও প্রেসিডেন্টের আহ্বান সত্ত্বেও এই আইন পাসের সম্ভাবনা রিপাবলিকানরা বারবার বাতিল করে দিচ্ছেন। ফলে আইনটি কবে পাস হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গত কয়েক দশকে একাধিক বড়বড় বন্দুক হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র, প্রাণ গেছে বহু মানুষের। সর্বশেষ গত ২৪ মে টেক্সাসের উভালদের রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু ও দুই শিক্ষক নিহত হন। এর আগে নিউ ইয়র্কের বাফেলো সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। প্রায় প্রতি বছরই এই ধরনের ঘটনা সামনে আসছে।