কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে সড়কে মানুষের চলাচল কম
- আপডেট সময় : ০২:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
রাজধানীসহ সারাদেশে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে সড়কে মানুষের চলাচল কম দেখা গেছে । জেলা প্রশাসন, পৌর মেয়র, উপজেলা প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী ও কাউন্সিলরসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মাঠে আছেন।
করোনা সতর্কতায় রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো চলছে কঠোর বিধি-নিষেধ। সরকারী নিষেধাজ্ঞার কারণে বন্ধ রয়েছে সকল মার্কেট ও দোকানপাট এবং গণপরিবহন।
চট্টগ্রামে করোনার বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত বিধিনিষেধ কার্যকরে প্রশাসনের ব্যাপক তৎপরতা দেখা গেছে । বিধিনিষেধ কার্যকরে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া মানুষের সংখ্যা অনেক কম।
ময়মনসিংহের রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। সকাল থেকে নগরীর মোড়ে মোড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সিরাজগঞ্জে সকাল কাঁচা ও নিত্য প্রয়োজনীয় পণ্যর দোকানে লোকজন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হতে থাকে আশপাশের এলাকা।
পাবনায় রাস্তায় রাস্তায় পণ্যবাহী যানবাহন ও রিক্সা চলাচল করছে। তবে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়ে প্রশাসনের জবাবদিহিতার মুখোমুখি হতে হয়েছে সাধারণ মানুষকে।
মাদারীপুরে বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকেই জেলা প্রশাসন, পৌর মেয়র, উপজেলা প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী ও কাউন্সিলরসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাঠে দেখা গেছে।
হবিগঞ্জে সকাল থেকেই রাস্তা-ঘাটে লোক সমাগম ও যান চলাচল করতে দেখা যায়নি। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ও রিকসা চলাচল করছে।
সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে পালিত হচ্ছে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন। জেলা শহরের প্রধান প্রধান সড়কে পুলিশের দেখা মিলেলেও অন্য সড়কে প্রশাসনিক তৎপরতা একেবারেই নেই।
এছাড়া- রংপুর, গোপালঞ্জ, মানিকঞ্জ, নেত্রকোণা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পটুয়াখালী ও চাদঁপুরে কঠোর বিধি-নিষেধ মেনে চলাচল করছে সাধারণ মানুষ।