কঠোর বিধিনিষেধের ৪র্থ দিনেও বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে থেমে নেই যাত্রী পারাপার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
কঠোর বিধিনিষেধের ৪র্থ দিনেও বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরিতে থেমে নেই যাত্রী পারাপার। পাটুরিয়ায় ঘাট এলাকায় দেখা যায় পণ্যবাহীসহ ছোট-বড় যানবাহনের দীর্ঘ সারি।
বিধিনিষেধ উপেক্ষা করে মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে বেড়েছে ঢাকামুখী যাত্রীর চাপ। তবে ফেরি চলাচল আগের তুলনায় সীমিত করায় গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাটের ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ফেরিতে পণ্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্সসহ জরুরী গাড়ি পারাপার করা হচ্ছে। চলাচল করছে ৭টি ফেরি।
আজও পাটুরিয়া ঘাট দিয়ে ঢাকায় ফিরছে কর্মজীবি মানুষ, পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়ী।এই নদী পথে চলাচল করছে ৮টি ফেরি।