কথিত বন্দুকযুদ্ধে কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জে তিনজন নিহত

- আপডেট সময় : ০২:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
কথিত বন্দুকযুদ্ধে কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জে তিনজন নিহত হয়েছে।
গেল রাতে কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় লোহারপুল ব্রিজের পাশে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডাকাত দলের অবস্থান নেয়ার খবরে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানা পুলিশ এবং ডিবি। এসময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়তে শুরু করে। পরে আহত ডাকাত দলের সদস্য আরিফুজ্জামান ইমন ও জাহাঙ্গীরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ড গুলির খোসা, দুটি রামদা এবং একটি ছুরিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাকারী তরিকুল ইসলাম ওরফে সাদ্দাম পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিসপুরের একটি আম বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, তরিকুল বকচর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক করা হয়। পরে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।