কথিত বন্দুকযুদ্ধে নিহত কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলার প্রধান আসামী
- আপডেট সময় : ১২:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলার প্রধান আসামী শাহ আলম পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। রাতে অভিযানে পুলিশের দুই সদস্য আহত হয়। উদ্ধার হয় বিদেশী পিস্তল ও গুলির খোসা।
বুধবার দিবাগত রাত দেড়টায় চাঁনপুর রত্নাবতী গোমতি বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি জানান, কয়েকজন অস্ত্রধারী গোমতি বেড়িবাঁধে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশ এবং ডিবির দল অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে গুলিবিদ্ধ শাহ আলম। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহ আলম কাউন্সিলর সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার প্রধান আসামি। তার বাড়ি সুজানগর বউ বাজার এলাকায়। এর আগে এ মামলার আসামি সাব্বির ও সাজনও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে জানায় পুলিশ।