কন্যা শিশু নিপীড়ন বন্ধ হলে, উন্নত জাতি গঠন সহজ হবে : ড. বদিউল আলম মজুমদার
- আপডেট সময় : ০৮:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪১ বার পড়া হয়েছে
দেশে বাল্য বিবাহের হার কমলেও কণ্যা শিশু নির্যাতন ও নিপীড়ন বেড়েছে বলে তথ্য প্রকাশ করেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। সকালে জাতীয় প্রেসক্লাবে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাল্য বিবাহ গত বছরের তুলনায় ২৬ শতাংশ কমেছে। স্বাধীনতার পর প্রথম কণ্যা শিশুদের সহিংসতার প্রতিবেদন প্রকাশের দাবি করে, ফোরাম সভাপতি ড. বদিউল আলম মজুমদার বলেন, কন্যা শিশু নিপীড়ন বন্ধ হলে, উন্নত জাতি গঠন সহজ হবে।
জাতীয় প্রেসক্লাবে, কন্যা শিশুদের সার্বিক অবস্থা বাংলাদেশ প্রেক্ষাপট ২০২১-২০২২ এবং কন্যা শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতার চিত্র পর্যবেক্ষণ-২০২৩ এর প্রতিবেদন তুলে ধরে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছে ৪৯৩ কন্যাশিশু, যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে ৩২৯ জন। ১৩৬ কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। পাচার করা হয়েছে ১০৪ কন্যাশিশুকে। তবে বাল্যবিবাহের হার গত বছরের থেকে ২৬ শতাংশ কমেছে।
ফোরামের সম্পাদক জানান, নারী সহিংসতার মামলাগুলোর অগ্রগতি নেই। মামলা করেও মিলছে না ইতিবাচক ফল। শিশু ও নারীদের সুরক্ষায় নিজ পরিবার থেকেই সচেতন হতে হবে। আর এ বিষয়ে সরকারের যথাযথ দৃষ্টি দিতে হবে বলে জানান ফোরামের সভাপতি। আগামী নির্বাচনকে ঘিরে নারীদের প্রতি যেনো কোন সহিংসতা না হয়, সে আহ্বান জানান ড. বদিউল আলম মজুমদার।