‘কপোত’ অ্যাপসের মাধ্যমে নির্বাচনে আরও স্মার্ট সেবা দেওয়া হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে যেন আর কখনও আস্থার ঘাটতি না হয়, সে জন্যই ‘কপোত’ অ্যাপস তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। তিনি বলেন, এর মধ্য দিয়ে আগামী দিনের নির্বাচনে আরও স্মার্ট সেবা দেওয়া হবে।
সকালে রাজশাহীতে নির্বাচনী ব্যবস্থাপনায় ব্যবহৃত রেজাল্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ‘কপোত’ অ্যাপসের ব্যবহার সহজীকরণ সংক্রান্ত কর্মশালা উদ্বোধন করে ইসি সচিব এসব কথা বলেন। তিনি আরো বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। অত্যাধুনিক এই স্মার্ট অ্যাপস’এর ব্যবহার কিভাবে আরও সহজ করা যায়, সে লক্ষ্যেই সংশ্লিষ্ট সকলকে নিয়ে প্রথমবার এই কর্মশালার আয়োজন করা হয়।