কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উৎযাপন
- আপডেট সময় : ০৪:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ১৬৮০ বার পড়া হয়েছে
স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী
উপলক্ষে ৩ জুন ২০২৩ শনিবার বিকালে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকায়
‘নজরুল বাঙালির অমর সঙ্গী’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এস.
এম. মজিবুর রহমান। প্রধান আলোচন হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব দেশবরেণ্য
কথাসাহিত্যিক মোঃ মঈনুদ্দিন কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও
মিডিয়া ব্যক্তিত্ব হাসান মঞ্জুর, বিশিষ্ট কবি ও গীতিকার ডিউক হুদা, আমেরিকা প্রবাসী আবৃত্তি শিল্পী
সেলিনা মলী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার আকবর সিরাজী এবং হোটেল ফেয়ার
মাউন্ট-এর চেয়ারম্যান মোঃ জসীমউদ্দীন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ওস্তাদ সৈয়দ মোতালেব, মিষ্টি মমতা, রহিমা চৌধুরী,
দিলরুবা নাসরিন এবং মাধুর্য সুত্রধর। আবৃত্তিতে অংশগ্রহণ করেন কবি সুবর্ণা অধিকারী, পারভীন আমিন,
শ্যামলী মন্ডল, সলোমন জয়ধর এবং সাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা
বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোঃ রবিউল
হোসেন রবি। অনুষ্ঠান পরিচালনা করেন কবি, লেখক ও সাংবাদিক জাহিদা হাসান চঞ্চল।