কমছে না ডায়রিয়ার প্রকোপ : পানি ও তাপমাত্রাকে দুষছেন চিকিৎসকরা
- আপডেট সময় : ০৭:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫২১ বার পড়া হয়েছে
কোনভাবেই কমছে না ডায়রিয়ার প্রকোপ। রাজধানীর বেশ কিছু এলাকাসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগটি। দু’তিন দিন কিছুটা কমলেও নতুন করে আবার বেড়েছে ঢাকার আইসিডিডিআরবিতে রোগীর চাপ। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রার প্রভাব, বিশুদ্ধ পানি পান না করার পাশপাশি ডায়রিয়া সৃষ্টিকারী জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হওয়ায়, জটিলতা বাড়ছে।
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার ডায়রিয়া আক্রান্ত রোগীরা প্রতিনিয়ত চিকিৎসা নিতে ভিড় করছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইসিডিডিআরবি হাসপাতালে।
দু’দিন রোগীর সংখ্যা কমলেও রোববার ভোর থেকে আবার চাপ বাড়ছে। প্রতি ঘন্টায় গড়ে ৬০ জন রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালের বাইরে তাবু টাঙিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতালে ডায়রিয়া রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
ইফতারে অস্বাস্থ্যকর খাবার আর বিশুদ্ধ পানির অভাবের সঙ্গে তীব্র তাপদাহের কারণে ডায়রিয়া বাড়ছে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসক।
আতংকিত না হয়ে সচেতন হওয়ার তাগিদ দেন ডা. লুবাবা শাহরিনি।